তত্ববধায়কের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো : মানিক

চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর:  চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেলে মাঝি বাড়ি সংলগ্ন বালুর মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেণ, সবাইকে ঘর থেকে বের হয়ে আসতে হবে। দলকে শক্তিশালি করে সবাইকে মাঠে নামতে হবে। আমরা তত্ববধায়কের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন সংগ্রামে সকলকে একসাথে রাজপথে থাকতে হবে। এই ওয়ার্ডেই এখন জেলা বিএনপির সকল কার্যক্রম চলছে। এই ওয়ার্ডেই জেলার বড় বিদ্যাপীঠ চাঁদপুর সরকারী কলেজ। এই কলেজ থেকেই ছাত্রদলের নেতৃত্ব তৈরি করতে হবে। যারা আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবেন। সকলকে শপথ করতে হবে সকল আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো।

চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সেলিমউল্লাহ সেলিম, যুগ্ম সম্পাদক সেলিমুচ্ছালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারন সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল খায়ের ছৈয়াল ও পৌর মৎসজীবীদলের সভাপতি আমিন শেখ জিলানীর যৌথ পরিচালনায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডঃ মনিরা চৌধুরী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েতউল্লাহ খোকন, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরেফিন খান, জেলা ছাত্রদলের সাংঘঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল গাজী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাকিল, ৯নংওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন খান, সহ-সভাপতি মাহমুদ মাঝি, সাধারন সম্পাদক ফারুক সর্দার, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাশেদ মাঝি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম