মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ ড. জালাল উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। দেশের জনগণ তত্ত্বাবধায়ন সরকারের অধীনেই নির্বাচন চায়। তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা এবং ছেংগারচর ও মতলব পৌরসভার বিএনপি’র কর্তৃক লুধুয়ায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরো বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। দেশে দ্র্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। দেশে বিদ্যুৎ নেই, কয়লা নেই। কয়লার অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ তারা (আওয়ামী লীগ) সংসদে বলেছিল, দেশে এত পরিমাণ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নেওয়ার কোনো লোক থাকবে না! বিদ্যুতের এখন কি অবস্থা? সারাক্ষণ লোডশেডিং থাকে। এই সরকার সর্বদা মিথ্যা কথা বলে। দেশের মানুষ এদের ছল-চাতুরী এবং মিথ্যা জেনে গেছে। দেশের মানুষ এদের আর বিশ্বাস করে না।
তিনি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার নানাভাবে কটুক্তি করে। কাজেই আর দেরি নয়, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে এবং তত্ত্বাবধায় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। এতে করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি নেতাকর্মীদের নিদের্শনা দিয়ে বলেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলেও আপনারা জুলুমবাজ সরকার হটানোর আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে সেটা হবে শহীদী মৃত্যু। আন্দোলন করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। তাহলেই আগামী দিনে শহীদ জিয়ার আদর্শে দেশ চলবে এবং জনগণ ভালো থাকবে।
মতলব উত্তর উপজেলন বিএনপি’র সভাপতি এড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু, বিএনপি’র সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব উত্তর ছাত্র দলের সভাপতি নুরুল হুদা ফরাজি প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ¦ ড. জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
ফম/এমএমএ/