ঢাবিয়ানদের আয়োজনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এতিমদের নিয়ে ইফতার ও ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ ) চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁফানিয়া গ্রামের মনজুরা ইসলামিয়া মাদ্রাসাও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাবিয়ানের প্রাক্তন শিক্ষার্থী ও বর্ষিয়ান আইনজীবী এডভোকেট ইকবাল বিন বাশার,জেলা গণফোরামের সভাপতি,আইনজীবী সমিতির সাবেক সভাপতি,এডভোকেট সেলিম আকবর,চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর বাহার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আশিকাটি ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট আব্দুল্লাহিল বাকির আয়োজনে উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
এসময় শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম