ঢাকা লার্ন ক্রিকেট একাডেমির সাথে ৩ ম্যাচেই জয়ী শেখ কামাল স্পোর্টস একাডেমি

চাঁদপুর স্টেডিয়ামে অতিথিদের সাথে ঢাকা লার্ন ক্রিকেট একাডেমির সাথে জয়ী চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়গণ।

চাঁদপুর:  চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির আমন্ত্রণে ৩ টি ১ দিনের ক্রিকেট ম্যাচ খেলেন ঢাকা লার্ন ক্রিকেট একাডেমি ।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ কামাল ক্রিকেট একাডেমির সাথে ৩ ম্যাচই পরাজিত হয়ে লান ক্রিকেট একাডেমি ঢাকা। টানা ৩ ম্যাচ জয়ী হয়ে শেখ কামাল ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষেপুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউঞ্চিলর সোহেল রানা , পৌর ছাত্রলীগের সেক্রেটারি রবিন পাটোয়ারী , ক্লেমন একাডেমি কোচ শামিম ফারুকি , বিসিবির এনালাইসিস জাহান আলম গেরি, শেখ কামাল ক্রিকেট একাডেমির কোচ বাবু ।

চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী খেলোয়াড়রা ছিলেন সাদ্দাম, ফজলু,রাব্বি ,সাকিব বিন লোকমান, আরিফ ,সাইফুদ্দিন বাবু, ইসমাইল রাব্বি, আল রাহাত সাকিব, শিপন মল্লিক, ইমন ,তনময়, শাহাদাত , রবিন, বাপ্পি ও কোচ ছিলেন মোশারফ বাবু।

ঢাকা লার্ন ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা ছিলেন ইমন, শাহাদাত ,মেহেদী, বেলাল ,সাহিল ,রিয়াদ, মাহমুদ, ইয়াসিন, সাকিব, সাকোয়াত, তনময় ,সাইফুল। কোচ ছিলেন মামুন ইসমাইল।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম