
চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী নিয়মিত অভিযানে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মো. আবির হোসেন (১৯) নামে মাদকব্যবসায়ী ৫ কেজি গাঁজাসহ চাঁদপুরে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড (মাইক্রো স্ট্যান্ড) এলাকা থেকে তাকে গ্রেফার করা হয়। আবির কেরানিগঞ্জ খেজুরবাগ (মাষ্টার গলি মালেক এর বাড়ীর ভাড়াটিয়া) আলিম হোসেনের ছেলে।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে শহরের তালতলা পুরাতন বাস ষ্টেশন মাইক্রো ষ্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা হতে মাদক ব্যবসায়ী মোঃ আবির হোসেনকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এই ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/