চাঁদপুর: ঢাকার ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে চাঁদপুর এসএসসি ৯৮ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সুপারস্টার টিস্যু ফ্রেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ ই নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে ইলিশের বাড়ি চাঁদপুরের এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ ইলিশের বাড়ি দলটি সহ মোট চব্বিশটি দল অংশগ্রহণ করেছে।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকায় চাঁদপুর এসএসসি ৯৮ ও ০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর দলের জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর দলের টিম ম্যানেজার হাবিবুর রহমান জসিম ,কোচ আরিফুর রহমান পাটোয়ারী ও দলীয় অধিনায়ক তোফায়েল কাজী সবুজ।
ইলিশের বাড়ি চাঁদপুর দলের খেলোয়াড়:- বাপ্পি ,কাঞ্চন ,কাউসার, শাকিল ,শামিম ,কাজল, জসিম, মনির ,গাজী শুভ্র, রবিউল ,রবি, মাসুদ রানা, এনামুল বাপ্পি ও মোজাম্মেল হোসেন।
ফম/এমএমএ/চৌইই/