চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ এর ৫নং ওয়ার্ডের সদ্য শপথকৃত ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ড. মোহাম্মদ হাসান খান এর নিজ বাড়ীতে এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদারকে শপথ বাক্য পাঠ করান।
২০২১ সালে বালিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ৫নং ওয়ার্ডে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় নির্বাচন স্থগিত ছিল। মামলা নিস্পত্তি হওয়ার পর নেছার আহমেদ তালুকদার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন>>বালিয়া ইউনিয়নের সদস্য নেছার আহমেদ তালুকদারের শপথ গ্রহণ
ফম/এমএমএ/