
ছবি: ফোকাস মোহনা.কম
ঢাকা: ঢাকা জাতীয় প্রেসক্লাবে সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর কচুয়া ১ আসনের সাবেক সাংসদ ড. আ ন ম এহছানুল হক মিলনের ৭ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ মার্চ ) সকালে জহুর হোসেন চৌধুরী হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ মেজর ( অব 🙂 হাফিজউদ্দিন আহমেদ।
প্রকাশিত বইগুলো হলো – প্রেসিডেন্ট জিয়া, যুগনায়ক জিয়া, নকল প্রতিরোধ, জিয়ার গুরুত্বপূর্ণ ভাষন, জিয়ার পররাষ্ট্রনীতি, সৈনিক জিয়া ও চলতে ফিরতে দেখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারউল্লাহ চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর ( অব.) হাফিজউদ্দিন আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, সাবেক শিক্ষামন্ত্রী ও বইয়ের লেখক ড.আ ন ম এহসানুল হক মিলন, কর্নেল ( অবঃ) আঃ হক, ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন, যুবদল নেতা শামিম আহমেদ, শাহজী প্রকাশনীর সত্বাধিকারী শরীফুল হক শাহাজী প্রমুখ।
ফম/এমএমএ/