ডেঙ্গু মহামারীতে চিকিৎসার জন্য সরকার প্রতিটি হাসপাতালে যথেষ্ট ব্যবস্থা রেখেছেন

------------ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইউএনও আশরাফুল হাসান, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকল কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজের সমন্বয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরো বৃষ্টির ব্যাপারে আলোচনা পর্যালোচনা করা হয়। এবং চলমান ডেঙ্গু মহামারী প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা প্রস্তুত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরআগে ডেঙ্গৃ রোগী সহ সাধারণ রোগী ওয়ার্ড পরিদর্শন করেন এমপি নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আল্লাহর রহমতে করোনা মহামারীর খুবই দুঃসাহিক ভাবে মোকাবিলা করেছে বর্তমান সরকার। ওই সময় বর্হিবিশে^র দেশগুলো যখন লাখ লাখ মানুষ মারা গেছে, তখন বাংলাদেশে করোনা পরিস্থিতি ছিল খুবই স্বাভাবিক। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমান সরকার খুবই সর্তকতার সাথে এই বৈশি^ক মহামারী মোকাবিলা করেছেন। এজন্য দেশের প্রতিটি হাসপাতালে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার সবধরনের ব্যবস্থা রেখেছিলেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারী মোকাবিলা করেছেন।

এমপি রুহুল আরো বলেন, সারাদেশের মত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও খুবই ভালো সার্ভিস দিয়েছেন চিকিৎসকরা। তারাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানেও ডেঙ্গু মহামারী চলছে। এজন্য হাসপাতালের সকল বিভাগকে প্রস্তুত থাকতে হবে। হাসপাতালের সকল চিকিৎসা সরঞ্জাম ঠিক রাখতে হবে। ডেঙ্গু মহামারীতে চিকিৎসার জন্য সরকার প্রতিটি হাসপাতালে যথেষ্ট ব্যবস্থা রেখেছেন। এজন্য যা যা প্রয়োজন আমাকে জানাবেন আমি সকল কিছু ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমার এলাকার রোগীরা আসবে চিকিৎসা নিতে। তাই সকলে আন্তরিকতার সাথে কাজ করবেন এবং সরকারের ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে সহযোগীতা করবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম