ডেঙ্গু প্রতিরোধে শাহতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুর: শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১০জুলাই) সকালে জিলানী চিশতী কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র দিক-নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রতিষ্ঠানদ্বয়ের প্রধানগণের তত্ত্বাবধানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় ডেঙ্গুমশা বংশবিস্তার রোধে সকল প্রতিষ্ঠানেরর আঙ্গিনা পরিস্কার করা হয়।

এ বিষয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যার এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিণ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন,উপাধ্যক্ষ মাওলানা ইয়াসীন মিয়া, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম