চাঁদপুর: সেই গরীব রাব্বি’র (রাব্বি হোসেন,(১১))পড়ালেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন জেলা প্রশাসক কামরুল হাসান । এই রাব্বি র পড়ালেখার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ।গত শনিবার তিনি ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চক্ষুর চিকিৎসা নিয়ে ফিরে আসার সময় শিশু রাব্বি তাঁর নজরে আসে । তিনি রাব্বি র খোঁজখবর নেন এবং সবকিছু শুনে তার পড়ালেখা ও অন্যন্য সব কিছুর দায়িত্ব নেন প্রধানমন্ত্রী ।
রাব্বি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর আশ্রয় কেন্দ্রে সৎ বাবা ও মায়ের সাথে বাস করতেন । মা ও সুতার কারখানায় কাজ করে । দারিদ্রের কারনে পড়ালেখা বাদ দিয়ে জীবিকার জন্য তার ভগ্নিপতির নির্দেশ রাব্বি ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালের কেন্টিনে কাজ করছিলো। সেখানে রাব্বি দেড় মাস কাজ করেছে বলে তার মা জানায়।
সোমবার সকাল ১১টায় রাব্বি তার বোন কেয়া , সৎ বাবা জাহাংগীর হোসেন ও মা রাবেয়া বেগমসহ জেলা প্রশাসক কামরুল ইসলামের সাথে তার অফিসে দেখা করেন।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী জেলা প্রশাসক রাব্বির পড়ালেখা ও অন্যান্য ব্যাপারে সার্বিক সহয়োগিতার আশ্বাস দেন । রাব্বি জানায়, সে পুরানবাজার ওসমানিয়া মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ালেখা করতো ।
আলাপকালে হাসি মুখে রাব্বি জানায়, সে আবার বই খাতা নিয়ে স্কুলে যাবে, সহপাঠিদের সাথে খেলবে । পড়ালেখা চালিয়ে যাবে যাতে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। সে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। সে বলেছে “তিনি তাকে আদর করেছেন। এটা ভাল লাগছে । তার মা – বাবা জানান , আমরাও খুশী যে প্রধানমন্ত্রী তাদের ছেলের দিকে খেয়াল করেছেন।’’ ভবিষ্যতে রাব্বি যাতে মানুষ হতে পারে সেজন্য তারাও সকলের দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/