চাঁদপুর : চাঁদপুর শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু পরীক্ষার ফি অতিরিক্ত রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুরের জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক আজ চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ ওষুধ (রিএজেন্ট) পাওয়ায় এবং ডেঙ্গু পরীক্ষার ফি অতিরিক্ত (এনএস-১) ১ হাজার ২শ’ টাকা রাখায় (সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা, সিবিসি ৪০০টাকা ও আইজিএম ৩০০টাকা) নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল সহযোগিতা করবেন। ভোক্তার স্বার্থ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/