হিম সকালে ডাকাতিয়ার কূল ঘেঁষা আবাদি জমির শিশির সিক্ত বীজতলায় বোরো ধানের চারা তোলার ধুম।
কুয়াশা ভেদ করে সূর্য জ্বলে উঠার আগেই জেগে উঠা কৃষক পরিবারের জীবন সংগ্রামের এ চিত্রই যেন আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ।
ছবিটি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর গ্রাম থেকে তোলা। ছবি প্রতিবেদন: ফয়েজ আহমেদ।