চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদী থেকে ১৬০টি চায়না দুয়ারি রিং চাই জব্দ করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন যৌথ অভিযান পরিচালনা করে এসব রিং চাই জব্দ করে।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতিয়া নদী হতে ১৬০ টি চায়না দুয়ারি রিং চাই জব্দ করা হয়। পরবর্তীতে এসব চাই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদরের ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ডের অন্যান্য সদস্যরা।
ফম/এমএমএ/