ডাকাতিয়া থেকে জব্দ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুর: চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৩৫০টি চায়না দুয়ারি রিং চাই ও ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত রিং চাই ও কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে সদর উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথ  অভিযান পরিচালনা করে  ডাকাতিয়া নদী হতে ৩৫০ টি চায়না দুয়ারি রিং চাই, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি (ইলিশ প্রকল্প) মো. জামিল হোসেন, বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম