ছবির এ দৃশ্যগুলো পুরানাবাজার এলাকার। চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় লাগোয়া পুরনো লঞ্চঘাট সংলগ্ন পুরানবাজার এলাকায় এভাবেই দিনের পর দিন চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের ট্রলার, ষ্ট্রিল বডি ও মিনি সাইজের জাহাজ কাটার কাজ। এরমধ্যে অনেক ট্রলারের কাগজপত্র ঠিক না থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারীদের ম্যানেজ করে ষ্ট্রীল বডি ক্রয়করা বিভিন্ন ভাঙ্গারী দোকানের মালিকগণ পরিবেশ দুষন করে ট্রলার কেটেই যাচ্ছেন।
সরকার দলের আত্বীয়-স্বজন পরিচয় দিয়ে তারা অবৈধভাবে এ কাজ করছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানান। স্থানীয় এলাকাবাসীগন এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আশা করছেন। রোববার দুপুরে তোলা ছবি।
ছবি ও প্রতিবেদন : চৌধুরী ইয়াসিন ইকরাম।