ডাঃ সুজাউদ্দৌলা রুবেল স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া

চাঁদপুর:  চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক, মেডিসিন বিভাগের প্রভাষক এবং চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল এর অকাল মৃত্যুতে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিএমএ চাঁদপুর জেলা শাখার যৌথ আয়োজনে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 
চাঁদপুর মেডিকেল কলেজের   সভাপতি অধ্যক্ষ ডাঃ মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, সাবেক সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, বর্তমান সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস, নড়াইল জেলার সিভিল সার্জন ও প্রয়াত ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের সহধর্মীনি ডাঃ সাজেদা পলিন, হানি সিদ্দিকী হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবির, ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, ডাঃ আবু সাদাত মোঃ আবু সায়েম, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রজমান, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল, ডাঃ হারুন অর রশিদ।
চাঁদপুর মেডিকেল কলেজের এনাটোনি প্রভাষক আওলাদুজ্জামান সৌরভের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সরকারি হাসপাতালের ব্রাদার মোঃ সাদেক আলী, নার্স ফেরদৌসী জাহান লাভলী
মেডিকেল কলেজের শিক্ষার্থী তাহসীন তাবাসুম আবিদা প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চাঁদপুর কালেক্টটরেট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোঃ হাবিব উল্ল্যাহ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম