
কুমিল্লা: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে একই বাড়ীর তিন স্কুলছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। তার তিনজন বান্ধবী। প্রতিদিন একই সাথে বিদ্যালয়ে যেতেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
এ ঘটনায় নিহতদের পরিবারে বইছে শোকের মাতম। একই বাড়ির তিন বান্ধবীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের স্বজনরা তাদের জন্য আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। বাড়ির ও এলাকার মানুষ তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তিন পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, তিন শিশুর পরিবারই নিম্ন আয়ের। আমরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রধান থাকবেন একজন অতিরিক্ত জেলা প্রশাসক।
নিহত মীম আক্তারের মা রূপা আক্তার বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী মানসিক ভারসাম্যহীন। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে মীম বড়। আমি মানুষের বাড়িতে কাজ করে তাকে পড়াশোনা করাচ্ছিলাম। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমি কী নিয়ে বাঁচব?’
ফম/এমএমএ/