হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে নতুন মোটর সাইকেলসহ ট্রাকের নিচে পিষ্ট হয়ে নববিবাহিত যুবক মো. আনিসুর রহমান আনিছ মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী বাজার সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরপুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান কচুয়া উপজেলার হাঁড়িচাইন গ্রামের সর্দার বাড়ির জহিরুল হকের মেঝো ছেলে। আগামী ৮ মে ওই যুবক মালদ্বীপ যাওয়ার কথা ছিল।
বিকাল ৩টায় কচুয়া মুখী মোটরসাইকেলের সাথে হাজীগঞ্জ বাজার মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক আনিসুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মো. হাসমত আলী, হেলফার হাফিজুর রহমানকে আটক পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের লোকজনকে অবহিত করা হয়েছে। তারা আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/