চাঁদপুরের শাহরাস্তিতে মাটিবাহী মিনি ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত এবং ৩ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টায় শাহরাস্তি-চাটখিল সড়কের নুনিয়া ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নরিংপুর হতে যাত্রীবাহী একটি অটোরিকশা উপজেলা সদরে আসার পথে ঘটনাস্থলে হঠাৎ সড়কের পাশ থেকে মাটিবাহী মিনি ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা মারলে তা উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা চার নারী যাত্রী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে।
নিহত হলেন- সূচিপাড়া গ্রামের আ. রশিদের স্ত্রী ফাতেমা বেগম (৬০)।
আহতরা হলেন- নুরজাহান (৪৯), ফরিদা আক্তার (৬০) ও রাশেদা বেগম (৫০)। তারা সবাই শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের পূর্ব তরফদার বাড়ির বাসিন্দা।
নিহতের স্বজনেরা জানান, তারা চিকিৎসার উদ্দেশ্যে শাহরাস্তি সদরে আসার পথে ওই দুর্ঘটনার শিকার হন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফম/এমএমএ/