ট্রাইবেকারে ৪-৩ গোলে কল্যাণপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চাঁদপুর:  উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে খেলাটি গড়ায়। পরে ট্রাইবেকারে কল্যাণপুর ইউনিয়ন মৈশাদী ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করে।

বুধবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, আমরা সুন্দর একটা খেলা উপভোগ করেছি। ২ দলের খেলোয়াড়রা ভালো খেলেছে এবং যোগ্যতার পরিচয় দিয়েছে। যারা খেলে বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদের সবাইকে জানাই ধন্যবাদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী ও  বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এমএ কুদ্দুস রোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি মো.মামুনুর রশিদ।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুদ, ওয়াহিদুর রহমান লাবু, নূরে আলম নয়ন ও মাসুম বেপারী। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. একেএম মাসুদুর রহমান।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম