ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সী ‘ফিল ফ্লাই’ এর সেবা বিষয়ক আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): একটি উন্নত প্রবাস জীবন সূচিত হোক উৎকণ্ঠাহীন সাবলীল যাত্রার মাধ্যমে এই স্লোগানে ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সী প্রতিষ্ঠান ‘ফিল ফ্লাই ট্রাভেলস’ এর সেবা সমূহের বিস্তারিত আলোকপাতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করে ফিল ফ্লাই।

জানা গেছে, ফিল ফ্লাই ট্রাভেলস দিচ্ছে গ্যারান্টি সহকারে সেনজেন ভিসা, ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা, আমেরিকার টুরিস্ট ভিসা, জাপানের টুরিস্ট ভিসা, কানাডার টরিস্ট ভিসা, এশিয়ার যেকোন দেশের ভিসা প্রসেসিং, সর্বনিম্ন মূল্যে যেকোন দেশের বিমান টিকেট, দেশি বিদেশি হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ সেবা।

উক্ত আলোচনা সভায় বক্তৃতা দেন, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, শেরে বাংলা কৃষি ভার্সিটির সহযোগী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিন, ফিল ফ্লাই ট্রাভেলস এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম, ইউপি সদস্য শহীদ উল্লাহ, ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম বলেন, আমি এই প্রতিষ্ঠানটি দিয়ে মতলবের জন্য ব্যবসার চিন্তা করি না। আমি এই ট্রাভেলস কোম্পানি দিয়ে মতলববাসীর সেবা করতে চাই। যেকোনো দেশের ভিসা এবং দেশে বিদেশে ট্যুর করতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ১০০% মানিব্যাগ গ্যারান্টি সহকারে আপনাদের সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। এ ছাড়াও যেকোনো দেশের এয়ারটিকিট এবং যেকোনো ট্যুর বিষয়ক সেবা বিশ্বস্ততার সঙ্গে দিয়ে থাকি আমরা।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম