চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, টিসিবি তে অনেকগুলো অনিয়ম রয়েছে। সেসব আমরা ঠিক করতে চাই। আমরা দেখেছি টিসিবির পণ্য নিয়ে অনেক অনিয়ম হচ্ছে৷ আমরা দেখেছি কিছু পণ্য কম দিয়ে অন্যকে দেয়ার সুবিধা করছেন। সেসব অনিয়ম বন্ধ করতে হবে। যার যেটা প্রাপ্য তা তাকে বুজিয়ে দিতে হবে।
শনিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টিসিবি’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নেতার বল প্রয়োগের দিন শেষ। আইনের মাধ্যমে থেকে কাজ করতে হবে। অনুরোধ থাকবে আইনের বাইরে গিয়ে কাজ করবেন না। আইনের বাইরে গিয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান খান, জেষ্ঠ্য সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, জেলা টিসিবি ডিলার সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আফজাল খান, সাধারণ সস্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সস্পাদক মো. মহিউদ্দিন বকাউলসহসহ জেলার সকল টিসিবি ডিলার সমিতির প্রধানরা উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/