চাঁদপুর: রবিবার (৭ নভেম্বর) পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়।
বিফিং এর শুরুতে ড্রিলশেডে উপস্থিত প্রাথমিক ভাবে নির্বাচিত ৫০ জন প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এরপর পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের অভিবাবকদের অভিব্যক্তি শুনতে চাইলে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কয়েকজন অভিভাবক আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে তাহার ছেলের চাকুরী হয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, যোগ্যতার ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যার আইজিপি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য আপনাদের নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠা মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে।
আইজিপি মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ঢাকায় নেওয়ার ব্যবস্থা করায় সরকার আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উক্ত বিফিংয়ে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ১০ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ সকাল ৭ ঘটিকায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ফম/এমএমএ/