ঝড়ে উড়ে যাওয়া চাঁদপুর লঞ্চঘাটের র‌্যাম উদ্ধার হয়েছে

ফাইল ছবি।

চাঁদপর: প্রচন্ড গতির ঝড়ের কবলে পড়ে উড়ে যায় চাঁদপুর লঞ্চঘাটের স্থাপন করা পন্টুনের মধ্যবর্তী স্থানে বসানো ৩টি র‌্যাম। গত ১৬ মে সন্ধ্যাকালীন সময়ে ঝড়ে এই ঘটনা ঘটার পর উড়ে যাওয়া র‌্যামগুলো উদ্ধার করেছে ঘাটের দায়িত্বরত বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর সরকার। তিনি বলেন, প্রচন্ড ঝড়ে উড়ে যাওয়া র‌্যামগুলো পানি থেকে তুলে উদ্ধার করা হয়েছে। এগুলো আবারও যথাস্থানে বসানো হবে বলে জানতে পেরেছি।

চাঁদপুর লঞ্চঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহ্ আলম জানান, যেদিন ঝড় হয়েছে প্রচন্ড গতির ধকলে এগুলো খুলে পড়ে যায়। পরে দুই পন্টুনের মাঝখান থেকে উদ্ধার করা হয় র‌্যামগুলো। ঘটনার পরদিন ১৭ মে এগুলো আবার পুনস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন>>ঝড়ে উড়ে গেল চাঁদপুর লঞ্চঘাটের ৩ র‌্যাম, ভোগান্তি
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম