প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ দল। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে এবার বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ পাকিস্তান। সোমবার (১৪ মার্চ) পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে তারা।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের স্বাদ গ্রহণ করে বাংলাদেশ। আফ্রিকার বিপক্ষে কিছুটা লড়াই করতে পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটে। তবে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের মত পাকিস্তানও এখনও জয়ের দেখা পায়নি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সবশেষ দেখা এই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই। সেদিন বাগে পেয়েও পাকিস্তানের মেয়েদের হারাতে পারেনি টাইগ্রেসরা। শেষ ওভারে যাওয়া ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য লাগত মাত্র ৭ রান। কিন্তু ৪১.২ ওভারে অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর এবার দুদলের লক্ষ্য জয়ের খাতা খোলা। পরিচিত প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের খেলাটা খেলতে পারলেই জয় ধরা দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দলের বোলিংটা ভালো হয়েছিল প্রথম ম্যাচে, কিন্তু দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায় নি তারা। তাই এ ম্যাচে নিজেদের প্রধান শক্তি বোলিংয়ের দিকে নজর থাকবে তাদের। ব্যাটিংয়েও জ্বলে উঠবেন ফারজানা-রোমানা-শারমিন-শামীমারা এমন প্রত্যাশার কথাই জানাচ্ছেন দলীয় অধিনায়ক।
ফম/এমএমএ/