জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

---- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুর: চাঁদপুর জেলা ট্রাস্কফোর্সের উদ্যোগে মা ইলিশ রক্ষা কার্যক্রমের উদ্বোধন, সচেতনতামূলক প্রচারণা ও নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় শহরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোল হেডে অভয় আশ্রমের এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, অভয় আশ্রমের ২২ দিন নদীতে কোনভাবেই জেলেদের নামতে দেয়া হবে না এবং এ বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই প্রচারণায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আশা রাখি আরো ভূমিকা রাখবেন। বিশেষ করে জনপ্রতিনিধিগণ আমাদের এই কাজে বেশী সহযোগিতা করতে হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, ইলিশ গবেষক ডঃ আনিসুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ প্রমূখ।

এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে মেঘনা মোহনায় নৌ র‌্যালী বের হয়। এতে জেলা টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহন করেন।

এদিকে, রোববার মধ্যরাত থেকে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। সদর উপজেলার পুরাণ বাজার থেকে হরিণা ঘাট পর্যন্ত মেঘনা নদী পুরো ফাঁকা দেখাগেছে। এসব এলাকার শত শত জেলে নদী থেকে নৌকা ও জাল ডাঙায় উঠিয়ে রেখেছে। জেলেরা বলছে, তারা সরকারের দেয়া নিষেধাজ্ঞা মান্য করেন। কিন্তু ২২ দিনের বেকার অবস্থায় তাদের পরিবার কিভাবে চলবে সে বিষয়ে সরকারের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এছাড়া জেলেদের দাবী হচ্ছে প্রশাসন যেন অভিযান সঠিকভাবে বাস্তবায়ন করেন। অন্য এলাকার জেলেরা যাতে চাঁদপুর নৌ সীমানায় এসে মা ইলিশ ধরতে না পারে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম