চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি-অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার এজহারভুক্ত আসামী মনির (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) ও মামলা তদন্তকারী কর্মকর্তা মুকবুল হোসেন তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
মনির শহরের ষোলঘর এলাকার বাসিন্দা।
জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগষ্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি-অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার এজহারভুক্ত ১৩৯ নং আসামী মনিরকে শনিবার দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালের ৮ আগষ্ট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং-১১।
আরোও জানা যায়, সে একাধিক বিবাহ করেছে। তার প্রথম স্ত্রী আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়ে তার ভূমিকা ছিল রহস্যজনক। শুধুমাত্র চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের পরিচয়ে আইনের ফাঁকফোঁকড়ে বের হয়ে যায়। এছাড়া তার বিরুদ্ধে সরকারী অ্যাম্বুলেন্সের তেল চুরিসহ নানা অভিযোগও রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি-অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার ১৩৯নং আসামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ফম/এমএমএ/