চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় শাহারাস্তির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিলো হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর ) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুনামেন্টে অংশ নেয় এ দুটি দল।
টুনামেন্টের আয়োজনে রয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সাবিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট শিল্পপতি শাহাবুদ্দিন অনু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব ওমর পাটওয়ারী, মেঘনা এগ্রোর কমকতা সৌদি প্রবাসী হুমায়ুন কবির মোল্লা।
খেলার শুরু হওয়ার আধাঘন্টা আগ থেকেই দু’উপজেলার ইউএনও এসিল্যান্ডের গাড়ীচালক থেকে শুরু করে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বিভিন্ন জনের নাম বলে মাঠে প্রবেশ করেন। মাঠের দায়িত্বরত গেটম্যানকেও বিভিন্ন পরিচয় দিয়ে অনেকটা হুমকি দিয়ে তাদেরকে মাঠে প্রবেশ করতে দেখা যায়। তাদের এমন আচরনে আয়োজকদেরকেও অনেকটা হিমশিম খেতে হয়েছে।
খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন স্বাধীনতাপদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, হাজীগঞ্জ উপজেলার নিবাহী কমকতা রাশেদুল ইসলাম, শাহারাস্তি উপজেলার নিবাহী কমকতা মোহাম্মদ হুমায়ুন রশীদ, এসিল্যান্ড আমজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, বোরহান খান, শাহারাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু, গণমাধ্যমকমী মঈনুল ইসলাম কাজল, ফয়েজ আহমেদ, সাইফুল ইসলাম সিফাত সহ সাবেক খেলোয়াড়গন।
ফম/এমএমএ/