জেলা পরিষদ সদস্য প্রার্থী সালাউদ্দিন ভুঁইয়ার মতবিনিময়

কচুয়া (চাঁদপুর): আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও অন্যান্যদের সাথে মতবিনিময় করেছেন, জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড কচুয়া আসনের সদস্য পদে অটোরিক্সা প্রতীকের প্রার্থী মো. সালাউদ্দিন ভূঁইয়া। গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া।

বক্তব্য রাখেন, গোহট উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কচুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, ইউপি সদস্য মো.আলাউদ্দিন, রফিকুল ইসলাম,আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মোহাম্মদ শাজাহান প্রমুখ।

ইউনিয়নে মতবিনিময়কালে সালাউদ্দিন ভূঁইয়া সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে সদস্য পদে নির্বাচিত হয়ে কচুয়ার জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সকলের সহযোগীতা কামনা করেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম