জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে যুব সংহতির প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর: চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় জেলা যুব সংহতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির আহবায়ক হাজী গোলাম মোস্তফা পাটওয়ারী নিঝুম। তিনি বক্তব্যে বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান চাঁদপুরে আসবেন। তাঁর এই আগমন আমাদের সবাইকে সফল করতে হবে। চাঁদপুর জেলা জাতীয় পার্টির সস্মেলনকে আমাদেরকে সফল করতে হবে। এই সম্মেলন উপলক্ষে সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। দলের কর্মকান্ড সফল করতে হলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনে কাজ করতে হবে। চাঁদপুরের সম্মেলন যেন অন্যান্য জেলার থেকে ভালো হয় এবং ভালো একটি উদাহরণ সৃষ্টি করে।

শহর যুব সংহতির সদস্য সচিব মো. ফারুক গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুন গাজী, শহর যুব সংহতির আহবায়ক দ্বীন ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক শাহআলম গাজী, সদস্য নাঈম গাজী, হাফেজ ঢালী, আতিক মাতব্বর, সাগরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম