
চাঁদপুর: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সহ-সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নতুনবাজার শাখার সদস্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. জাকির হোসেন মিয়াজীর বড় ভাই মো. মাহমুদ হোসেন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
তিনি এক শোক বার্তায় জানান, মাহমুদ হোসেন মিয়াজী ছিলেন একজন রাজনৈতিক সচেতন কর্মী। ভাবাদর্শগত লড়াই হিসেবে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীকে বেছে নেন এবং মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন।
তিনি আরও বলেন, তাঁর এ অসামান্য অবদান মুক্তিকামী মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য: মাহমুদ হোসেন দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় নিজ বাড়িতে ২১ জুলাই, বিকাল ৫ টা ৩১ মিনিটে মৃত্যুবরণ করেন।
-প্রেস বিজ্ঞপ্তি।