জীবন যৌবন ত্যাগ করে আওয়ামী লীগ করেছি আশা করি তার প্রতিদান প্রধানমন্ত্রী দিবেন : কাজী সালাউদ্দিন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০নং ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও সাবেক ছাত্রনেতা কাজী মোঃ সালাউদ্দিন এর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ ও গম্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভাটি আয়োজন করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, আমি কে আপনারা আমাকে ভালো করেই চিনেন।ছোট বেলা থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে আসছি। সেই থেকেই ৩০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছি। আমি বহুদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন কর্মী হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি। জীবন যৌবন সব শেষ করেছি দলের সাথে কাজ করে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই ত্যাগের মূল্যায়ন করবেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, তার অংশ হিসেবে আমি ফতেপুর পূর্ব ইউনিয়নের উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো। এবং জনগণকে সাথে নিয়ে ফতেপুর পূর্ব ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো। ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সমর্থনে আছেন। সাধারণ জনগণও আমাকে চেয়ারম্যান হিসেবে পেতে চান। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নির্দেশ মত দলীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী ফাহিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন মাস্টারেরপরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, সদস্য সদস্য আব্দুস সালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ শাহআলম।

বক্তব্যে তৃণমুল নেতৃবৃন্দ বলেন, কাজী সালাউদ্দিন বহুদিন ধরে ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতি পরিচালনা করে আসছেন। কিন্তু তিনি জীবনে দল থেকে কিছুই পান নি। এর আগেও তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। আমরা তৃণমূলের নেতাকর্মীদের দাবী এবার তাকে দল চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন।আমাদের ইউনিয়নের ত্যাগী নেতারা কখনো চেয়ারম্যান হতে পারে নাই। তাই আসন্ন নির্বাচনে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, যাচাই বাছাই করে ত্যাগী নেতা কাজী সালাউদ্দিনকে নৌকা প্রতীকে মনোনীত করতে হবে। কাজী সালাউদ্দিন যেভাবে শ্রম দিয়ে এই ইউনিয়নে রাজনীতি টিকিয়ে রেখেছেন, সে হিসেবে তিনি নৌকা প্রতীক পাওয়ার কথা। যদি দল তাকে মনোনয়ন দেয় তাহলে আমরা সবাই নৌকা প্রতীকে পক্ষে কাজ করবো। এবং বিপুল ভোটে কাজী সালাউদ্দিনকে জয়ী করবো।

এসময় ইউনিয়নআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসহাক প্রধান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, আওয়ামী লীগ নেতা মধু মিয়া, সাবেক ইউপি সদস্য খসরু সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধান, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, মোস্তফা মিয়াজী সহ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম