জি এম এ কাদের একজন মানবতাবাদী মানুষ ছিলেন: সুজিত রায় নন্দী

চাঁদপুর : চাঁদপুর আওয়ামী লীগের দুঃসময়ের নিবেদিত প্রান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুমন জি এম এ কাদের স্মরণে শোকসভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকালে ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে আয়োজিত শোকসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী মরহুমের প্রতি শ্রদ্দার সাথে স্মরণ করে বলেন, তিনি সবসময় আমাকে ফোন দিয়ে বলতেন আমি কখন কোথাও আপনাকে একা যেতে দিবো না। সে অনেক সময়ই আমার পাশে থাকতো। অদম্য প্রহরীর মত আমার পাশে থাকতো। অনেক সময় অনেক প্রোগ্রাম দুষ্কৃতিকারীরা পন্ড করতে আসলে তা প্রতিহত করেছিলো। এরকম অসংখ্য উদাহরণ আছে তার কর্মের।
অত্যন্ত সাদা মন, উদার ও গণতান্ত্রিক মনের মানুষ ছিলো। তিনি একজন মানবতাবাদী মানুষ। তিনি মানুষের সুখে দুখে মানুষের পাশে ছিলো। তিনি নিজের থেকে মানুষকে বেশি ভালোবাসতে। জাতি ধর্ম নির্বিশেষে তিনি সবার পাশে থাকতেন।

তিনি বলেন, আজকে কিছু দুষ্কৃতরা তার মৃত্যুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এদেরকে সমাজের, জাতির সামনে তাদের মুখোশ উম্মোচন করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের জন্যে কাজ করে গেছেন। আজকে তাঁরই কন্যা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের  ধর্ম বিষয়ক শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানী।

ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্যরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ সরকার, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিয়াজী, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মরহুম জি এম এ কাদেরের জেষ্ঠ্য ভাই আবু সাঈদ গাজী ও ছেলে প্রকৌশলী মো.নাজমুল হোসেন শাকিল প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম