চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ২জন সহকারি শিক্ষক (ইংরেজী ও বাংলা) এর আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্য বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশকৃত ইংরেজী শিক্ষক খুবই দক্ষ ও মেধাবী। তিনি মমিন উল্ল্যাহ একাডেমিতে শিক্ষকতা করেছে। বাংলা বিষয়ের সহকারী শিক্ষকও মেধাবী। তারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহন করে শিক্ষক হয়েছেন। তোমাদের জন্য এটা ভাগ্যের বিষয় দীর্ঘদিন পর তোমরা দু’জন শিক্ষক পেয়েছো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমাদের ইংরেজী বিষয়ে যে ঘাটতি রয়েছে, তা দীর্ঘদিন পর পূরন হল। এ নতুন শিক্ষকসহ সকল শিক্ষকের চেষ্টায় এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এটাই কামনা করছি। এ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ খুবই আন্তরিক ও মেধাবী।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, নতুন এই একাডেমিক এ ভবনটি তোমাদের সম্পদ। এর রক্ষনাবেক্ষন তোমাদের করতে হবে। কিন্তু দু:খের বিষয় তোমরা তোমাদের সম্পদ নষ্ট করেছ। তোমাদের কেউ কেউ বিদ্যুতের লাইন নষ্ট করেছে। তোমাদের সহপাঠিরা তোমাদের বোন। তাদের নিরাপত্তা তোমাদেরও নিশ্চিত করতে হবে। কমিটি, ছাত্র ও শিক্ষক সকলে মিলে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উবির নবাগত সহকারি শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, নবাগত সহকারি শিক্ষক (বাংলা) সুমন চন্দ্র সরকার।
এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত সহকারি শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক (বাংলা) সুমন চন্দ্র সরকার কে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুৃল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, অভিভাবক মো: জসিম গাজী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
ফম/এমএমএ/