চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সভা পরিচালনা করেন,পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মাঝি।
সভায় এছাড়া বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল,দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম,সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে, সেলিম উল্লাহ সেলিম বলেন,এই অবৈধ সরকার তথা আওয়ামী লীগের পতন ছাড়া বিএনপি’র কোন নেতাকর্মী ঘরে ফিরবে না। আমরা সরকারে না থেকেও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছি,গত ৭ জানুয়ারি পাতানো নির্বাচন এদেশের মানুষ আমাদের ডাকে সারা দিয়ে প্রত্যাখান করেছেন। সরকার পতনের আন্দোলন চলমান রয়েছে, ইনশাআল্লাহ অচিরেই এই সরকারের পতন হবে এবং দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা গনতন্ত্র পুনরুদ্ধার হবে।
এদিন সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/