চাঁদপুর: আরএমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিনের কন্যা সানিডেল স্কুলের ও-লেভেলের ছাত্রী জারিন আমিন তার ঈদের কেনাকাটা ও টিফিন ফান্ড থেকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের করদি পাঁচগাঁও গ্রামে এতিম, গরীব ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ওই গ্রামের পাঠান বাড়ীতে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
একই দিন বাদ জুমআ থেকে আরএমকে গ্রুপের চেয়ারম্যান রহুল আমিন মিয়ার মরহুম পিতা রৌশন আলী পাঠান ও মাতা মরহুমা তৈয়বেননেছাসহ প্রয়াত সকল আত্মীয় স্বজনের রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম, কবির জিয়ারাত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় একাধিক মসজিদের ইমাম, হাফেজে কুরআন ও আলেমগণ অংশগ্রহন করেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/