জামায়াত দলের নয়, আল্লাহর আইন কায়েমের কথা বলে: শাহজাহান খান

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। ছবি: সংগ্রহীত।
চাঁদপুর:  বাংলাদেশ জামায়াতে ইসলামী  চাঁদপুর সদর উপজেলা  বালিয়া ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর)  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ।
তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী তার দলের নয় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে। এ দলের শীর্ষ নেতারা যদি লিয়াজো করে চলতেন তাহলে তাদের ফাসির মঞ্চ নয় ক্ষমতার মঞ্চে  দেখা যেত। অভিচারী জুলুমবাজদের সাথে ক্ষমতার ভাগাভাগিতে না যেয়ে তারা হাসি মুখে ফাসির মঞ্চে দাড়িয়ে প্রমাণ করে দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে তারা কখনো অন্যায় অবিচার মেনে নেয় না।
তিনি বলেন, আপনারা দেখেছেন চাঁদপুরে আল-আমীন একাডেমির মত একটি শিক্ষা প্রতিষ্ঠান তারা আমাদের হাত থেকে কিভাবে দখল করে নিয়েছিল। ইসলামি ব্যাক তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এস আলম গ্রুপকে দিয়েছিল। সারাদেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠন তারা আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে এদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারা জানেনা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের চেষ্টা কারিরা কখনো মুছে যায় না।
শাহজাহান খান বলেন,  মহান আল্লাহর রহমতে ছাত্র সমাজ তাদের এদেশ থেকে তারিয়ে দিয়েছে। এবার দেশের জনগণের মুখে আওয়াজ উঠেছে বড় দুই দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
উত্তর ইচলী জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক এর সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছ তলার পীর সাহেব খাজা ওয়ালী ওল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন মিয়াজি,  ৯নং বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, সেক্রেটারি দেলোয়ার, সহ-সেক্রেটারি মাহমুদুল্লাহ, ১নং ওয়ার্ড ইচলীর মোহাম্মদ আলী তালুকদার, খোরশেদ আলম তালুকদার,  আরিফ গাজী, রায়হান হোসাইন প্রমূখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম