জামায়াতে ইসলামী উলামা বিভাগ চাঁদপুর শহর শাখার ইফতার মাহফিল

চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ চাঁদপুর শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে শহরের নিউ ট্রাকরোড দারুস সালাম ইসলামিক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বক্তব্য বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক মসজিদের ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমাজের প্রত্যেকটি বিষয় একজন ইমামের নজরে আসে। এই ক্ষেত্রে একজন ইমাম শুধুমাত্র ইমাম নয়, সমাজের কর্ণধার হিসেবে ভূঁমিকা রাখতে হবে। তাহলেই একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. মোস্তফা।

ওলামা বিভাগের দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা দেওয়ান আসাদুজ্জামান, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম মাছুম ও মাওলানা আব্দুল হামিদ।

ইফতার মাহফিলের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম