জানুয়ারিতে অজিতগুহ মহাবিদ্যালয় বিজ্ঞান বিভাগের ‘৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা 

কুমিল্লা: এক সময় এই প্রাঙ্গণেই কেটেছে ঘন্টার পর ঘন্টা। আড্ডা গান পড়ালেখায় কিভাবে যে সময় চলে যেত সেটা টেরই পাওয়া যেত না। মহাবিদ্যালয়ের সেই মধুর দিনগুলোতে ফিরে গেতে “যদি তোর ডাক শুনে কেউ না আসে” এই শ্লোগান সামনে রেখে কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হবেন।

এদিকে, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- আসছে বছর জানুয়ারিতে সহপাঠী বন্ধুদের মিলন মেলায় আলোকিত হবে প্রিয় কলেজ ক্যাম্পাস।শীতের বিকেলে সহপাঠী বন্ধুদের আনন্দ মাখা কোলাহল আর আড্ডা উষ্ণতায় ফাঁকে ফাঁকে চলবে শীতের পিঠা আর মুখরোচক নানা খাবার। কি বন্ধুরা, দেখা হচ্ছে তো আবার সেই প্রাণের ক্যাম্পাসে…? কোনো রেজিষ্ট্রেশন ফি নেই। শুধু চলে আসুন সময়মত। আয়োজনের পুরোটা জুড়ে থাকবে শুধুই ভালোবাসা।
মিলনমেলায় অংশগ্রহণ করতে কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা যোগাযোগ করুন:01846-392055 (তাপস), 01711-780878 (জহির) ও 01717-213229 (কাউছার)।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম