সভায় সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম সভাপতিত্বে মৎস্য সম্পদ রক্ষায় পরামর্শমূলক বক্তব্য রাখেন চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আহসানুল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরিফ চৌধুরীসহ জাতীয় স্থানীয় গনমাধ্যমের সাংবাদিক ও মৎস্য সমাবায় সমিতির নেতারা।
এসময় বক্তারা জাতীয় সম্পদ মাছ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল, নদী দূষণ ও কীটনাশক ব্যবহারে আরও সচেতন হওয়ার আহবান জানান ।
চাঁদপুর নদী কেন্দ্রের ইলিশ গবেষক রোমানা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মালেক দেওয়ান, চাঁদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের অফিসার মনির হোসেন প্রমূখ।