জাতীয় পার্টি মানুষের অর্থনৈতিক মুক্তির কথা ভাবে

--- শেখ সাজ্জাদ রশিদ সুমন

ফরিদগঞ্জের রূপসা বাজারে গণংযোগ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়াকি উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন।

ফরিদগঞ্জ (চাঁদপুর): শনিবার (৪ নভেম্বর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে গণসংযোগকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, জাতীয় পার্টি জ্বালাও পোড়াও, অগ্নীসন্ত্রাস এবং অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নয়। তারা এদেশের মানুষের সুখের কথা ভাবে। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা ভাবে। বর্তমান সরকার ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশের গড়ার স্বপ্ন এখন বললেও আমাদের দলের প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলেই ভেবেছিলেন। সেই সময়ে তিনি আধুনিক বাংলাদেশের যেই স্বপ্ন দেখেছিলেন, তার পরিবর্তিত ভার্সন এটি।

তিনি বলেন, জাতীয় পার্টি সর্বদাই নির্বাচন মুখি দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমুলক হবে বিশ্বাস রেখেই ৩ শত আসনে নির্বাচন করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছে। জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামীলীগ বিএনপি নয়, জাতীয় পার্টিই তাদের প্রথম পছন্দের রাজনৈতিক দল। বড় দুই দলের কাছ থেকে মুক্তি পেতে এখন তারা জাতীয় পার্টিকেই আগামী দিনে সরকারে দেখতে চায়। কারণ এখনো মানুষ জাতীয় পার্টির শাসনামলকেই স্বর্ণযুগ বলে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে এদেশের মানুষ আবারো স্বর্ণযুগে ফিরে পাবে।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের সদস্য সচিব শিবলু সবুজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম