জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে ছেংগারচরে ব্যাপক উন্নয়ন হবে

---- আলহাজ্ব এমরান হোসেন মিয়া

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান করলেন এমরান হোসেন মিয়া।

বুধবার (৫ জুলাই) বিকালে ছেংগারচর পৌরসভা কমপ্লেক্সের সামনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম হোসেনের এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে মিছিল বের হয়ে ছেংগারচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, রমনা থানা জাপার সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় জাপার সদস্য বোরহান উদ্দিন মাস্টার, মতলব উত্তর জাতীয় পার্টির সহ-সভাপতি করিম মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক জাহাঙ্গীর ফকির, মতলব পৌর জাপার সভাপতি আব্দুল বাতেন, ছেংগারচর পৌর জাপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবসংহতির নেতা আবুল বাশার, নুরুল হুদা প্রমুখ। পথসভা ও মিছিলে জাপা ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমরান হোসেন মিয়া বলেন, মতলব উত্তর উপজেলার উল্লেখ যোগ্য উন্নয়ন গুলো করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই আজকে মতলবের চেহারা পাল্টে গেছে। মতলব উত্তরের বেরীবাঁধ নির্মাণ করে দিয়েছেন জাতীয় পার্টি সরকার। নেতৃত্ব দিয়েছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী মেজর জেনারেল সামছুল হক। এবং প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছে জাতীয় পার্টি। প্রতিটি উপজেলা পরিষদ সৃষ্টি করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নকে আজও মনে প্রাণে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, তাই আমি বলব আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাহলেই পুর্বের ধারায় উন্নয়ন করা হবে। দীর্ঘ ২৫ বছর এই পৌরসভায় কোন উন্নয়ন হয়নি। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নির্বাচিত হলে ছেংগারচর পৌরসভায় উন্নয়ন হবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম