জাতীয় কন্যা দিবসে চাঁদপুরে শিশু সমাবেশ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

চাঁদপুর :  ” কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে কন্যা শিশু সমাবেশ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া বলেন, মেয়েরা হচ্ছে শ্রেষ্ঠ মা জাতি। মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যোগ্যতা সম্পন্ন অর্জন করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তূরে থেকে বই পড়তে হবে। নিজের পায়ে দাঁড়ানোর জন্যে যোগ্য মানুষ হবে। ভালো হয়ে যোগ্য নাগরিক হবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম