হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় নীলকমল ইউনিয়ন পরিষদে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর অনুমতিক্রমে ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাউদ আল নাছের এর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুবুর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জহিরুল ইসলাম, কোস্টগার্ড সিসি এম এ কাওছার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র অফিসার মোঃ হাফিজুর রহমান, সজিব দাস, ইউপি সদস্য মোঃ দাদন সিকদার, মনির শিকদার, বাচ্চু সরকারসহ অন্যান স্থানীয় জনপ্রতিনিধি, ফিশগার্ড ও লিফগন।
জানাযায়, জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নে মেঘনা নদীতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং স্থলভাগে মাছঘাট, আড়ত, বাজার ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জেলেদের কে নদীতে না নামার জন্য নিষেধ করা হয়েছে।
ফম/এমএমএ/