মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ৩ মেম্বার প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রোববার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক আলম তাদের হাতে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণাপত্র তুলে দেন।
এসময় রিটার্নিং কর্মকর্তার সহকারী মোঃ আমানুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচিত মেম্বারগণ হলেন, জহিরাবাদ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ছালাতুন নেছা, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য ইউসুফ মিয়া ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য শরাফত আলী। সকলের বাড়ি চর উমেদ গ্রামে।
তারা বলেন, জনগন আমাদের যে সম্মান দিয়েছেন, তার প্রতিদান আমরা দিব মানুষকে সেবা করার মাধ্যমে। সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিব। তারা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ফম/এমএমএ/