মনিরুজ্জামান প্রমউখ ।। মাস্ক পড়ুন । হাত-পা সেনিটাইজ করুন । অ-প্রয়োজনে ঘরে’র বার হবেন-না । একান্ত বের হতে, হলে- ভীড়ে যোগ দেবেন-না । জন-প্রতি দুই থেকে তিন গজ দূরত্ব বজায়- রাখুন । কর-মর্দন করবেন-না । কাজ ছাড়া বাইরে- অ-যথা ঘুরা-ফেরা করবেন-না । সরকারি ঘোষণা । মিডিয়া তৎপর ।
দেশে দেশে Lock-down চলছে । অফিস, আদালত বন্ধ । ক্রমশঃ ক্ষুদ্র প্রতিষ্ঠান-গুলোয় কর্মচারী ছাঁটাই-করণ শুরু হলো । কেউ আবার- নিজ তাগিদে’ই সরে আসলো । এই ছাঁটাই বা- স্ব-ইচ্ছা সরায়নে’র রসায়নে, কারো ভাগ্য-লিপি পুড়ে যাবা’র দায় নেই, কারো- ব্যক্তিক বা- প্রাতিষ্ঠানিক-ভাবে । মহামারি’র আগমনে’র ভাষা, চরিত্র, উদযাপন’ই হয়-তো এমন । চাল যায়, চুলো যায় । কিন্তু- অ-সহায়ে’র মতো- ধৈর্য্য আর- সহ্য’ই তখন- জীবনে’র প্রধান নিয়ামক হয়ে ওঠে, বেঁচে থাকা’র প্রণিধানে ।
অতিক্রমে’র দৌড়ে এখন- বয়স প্রায় দুই বছর কোরোনা(Corona) ভাইরাসে’র ! কেড়ে নিয়েছে, বিশ্বে’র প্রায়- ৪৮ লাখ প্রাণ, প্রায়- সাড়ে ২৩ কোটি প্রাণ-কে তার- নাশকতায় আক্রান্ত করে ! বাংলাদেশে প্রায়- সাড়ে ২৭ হাজার প্রাণে’র যবণিকা-পাত ঘটিয়েছে, এই আচমকা আসা- সর্ব-নাশা ঘাতক ! আর- কর্ম-হীন করে জীবিকা-পতনে’র ব্যবচ্ছেদ ঘটিয়েছে, অ-সংখ্য পরিবার তথা- জীবন-সমষ্টি’র ! এই কর্ম-হীনে’র তালিকায়- রয়েছেন, কিন্ডার-গার্টেন মাষ্টার জসীম উদ্দিন ।
গ্রামে’র বাজারে’র প্রাণ-কেন্দ্রে আইডিয়াল কিন্ডার-গার্টেন স্কুল-টি’র অবস্থান । টিন-সেড দিয়ে- গড়া । ছিলো- এক-রকম ভাঙা-চোরা অবস্থা । অবস্থা’র ব্যবস্থা করা’র যে- মাথা-গোজা’র ভরসা-ময় নজর ধারক দরকার । তা ছিলো- শূন্যে’র কোটা ! দান, অনু-দান প্রাপ্তি’র কোনো- খুঁটি’র জো ছিলো-না । ছাত্র-ছাত্রী হতে, প্রাপ্ত অর্থ’ই ছিলো- পরিচালনা’র এক-মাত্র সম্বল । অন্য-দিকে, ফ্রি প্রাইমারি স্কুলে’র সাথে, বিনা-অর্থ আর- অর্থে’র মান-দণ্ডে’র প্রতিযোগিতায়- কোণ-ঠাসা হয়ে থাকা’র দায় ছিলো- বড়ো ।
কোরোনা(Corona) ভাইরাসে’র প্রায় দুই বৎসরে’র প্রতাপে, ভাঙা-চোরা স্কুল-টা শেষ-অবধি- অক্কা পায় । আইডিয়াল স্কুলে’র আইডিয়া-টা বিলুপ্ত হয়ে, যায়- অ-কাল-পক্ব-তায় ! তার শরীর খণ্ড খণ্ড করে, মিশে যায়- শূন্য-তা’র গহ্বর ! এক-টা বিনাশে’র স্মৃতি জন্ম লয়- আইডিয়াল’- এর সাথে, জড়িত মানুষ-গুলো’র কর্ম-যজ্ঞে’র স্মৃতি-ভাণ্ডারে !
ছাত্র-ছাত্রী-রা স্কুল বদলে নিয়ে, দায়-বিবর্ত হয় । কিন্তু- শিক্ষক-দের দেহে-মনে-অস্তিত্বে কোরোনা(Corona) বিষ- ক্ষুধা নিবারণে’র প্রকট সংকটে’র মোড়ে এনে, দাঁড় করায় । কূল-হীন অনন্ত ভেসে যাওয়া’র অপেক্ষা- যেনো । সাহায্য, সহ-মর্মী-তা বর্জিত এক অপার মুখা-পেক্ষী-তা’র আভাস যেনো- চারপাশ ! কে, কার- দুঃখ মুছবে ? অবস্থা’র পার্থক্য ব্যতীত, সবাই যে- কম-বেশী জব্দ । যেনো- হাহাকারে’র নগ্ন-নৃত্য চার-দিকে প্রতীয়-মান ! মহামারী তার ধরণ ।
জসীম উদ্দিন’- এর সংসার অচল হয়ে, পড়েছিলো- অতিমারী’র দ্বিতীয় মাস হতে’ই । সঞ্চয়ে’র পথ- মাষ্টার-দের দৌরাত্ম্যে হিমশিমে’র কাণ্ডারী । ছয়-মাস কেটেছে, সামর্থ্য-বান আত্মীয়-স্বজনে’র ধার-দাক্ষিণ্যে । আরো ছয়-মাস চললো- ব্যাংকে জমানো সারা-জীবনে’র তহবিল এক-লক্ষ টাকা’র উদারে । বাজারে খুচরো দোকানে- বকেয়া’র ঘাড় উঁচু হতে, ঠেকলো- ধীরে ধীরে ।
জসীম উদ্দিন উত্তরণ খোঁজে । পায়-না ! অন্ধকার চারি-দিকে ! দূর্দশা’র ঘর-গুলো সব খোলা ! বন্ধ- আলো’র, স্বস্তি’র উষর ! কী করবেন, এখন- জসীম উদ্দিন ? প্রশ্ন, আর- প্রশ্ন ? নিজে’র কাছে, প্রশ্ন ? অন্যে’র কাছে, প্রশ্ন ? কোরোনা(Corona) কী আর- থামবে-না ? এই মহামারী’র কী কোনো- ইতি নেই ? জসীম উদ্দিন’- এর মন-মগজ উন্মাদে’র যোগাড় ! কী-ভাবে চলবে- তার সংসার, জীবন আর- যাপনে’র আহার ? নিরূপায়; সব- বৈষয়িক আধার !
মাছে’র বাজারে- মাছ কিনতে, তরকারি’র দোকানে- তরকারি কিনতে, জসীম উদ্দিন মাস্টারে’র এখন- আত্মা কষ্ট পায়, দোকানী’র বকেয়া টাকা চাওয়া’র নানান-রূপ বে-কায়দা-মূলক আচরণে’র প্রতিক্রিয়ায় । এভাবে আর- কতো … দিন যায় ! দিন-যাপনে’র গ্লানি- জসীম উদ্দিন মাস্টার’- এর ধৈর্য্য আর- সহ্যে’র পরীক্ষা হয়-তো নেয় । জীবনে’র মূল-মন্ত্র হতে, টলাতে পারে-না, একরত্তিও । জীবন-যুদ্ধে জীবনে’র শিক্ষা আর- অভিজ্ঞতা জসীম উদ্দিন-দের পুণরায়- কর্ম-যজ্ঞে ফিরিয়ে নেয় ।
আরও নানান জীবন উপসর্গ নিয়ে, জসীম উদ্দিন মাষ্টার এখন- ফুটপাতে’র মাস্ক-বিক্রেতা । ছন্দে, অ-ছন্দে; তালে, বে-তালে, চলে যায় সময়, আসর আর- অনুচ্ছেদ অনুভূতি’র সব- জীবন আয়োজন । কোরোনা(Corona) তার প্রতাপ- হয়-তো ছাড়ে-নি, এখনো । কিন্তু- জসীম উদ্দিন মাষ্টার-রা হাল না ছেড়ে, দাঁড়িয়ে যায়- কায়দায় । টলাতে না পারা- যোদ্ধা’র অমোঘ ভূমিকায় ।।
মনিরুজ্জামান প্রমউখ ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর ।
উদ্যোক্তা- প্রমউখ’ ব্যবসা ঘর ।
মোবাইল- ০১৯১-৮৪৩-৭০৭৮(WhatsApp), ০১৭২-৯৮৪-৭২০৪ ।
ই-মেইল- manirujjamanpramukh1977@gmail. com/ manirujjamanpramukh1977@ outlook.com/ ।।