
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
পিপিলিকা দলবেঁধে চলে
ঐক্যের স্লোগানে,
ভবিষ্যৎ সঞ্চয় খাদ্যের
সন্ধানে ব্যস্ত রণে।
মাথায় বুদ্ধির ভান্ডার
এটম বোমা তনু,
এক হয়ে হামলে পড়ে
টেনে আনে খাদ্য অণু।
ঋতু পরিবর্তন ছাপ ফেলে
পিপিলিকার কর্মে,
হুঁশিয়ার সাবধান থাকে
জগৎসংসার ধর্মে।
পিপিলিকা থেকে শিক্ষা নিয়ে
ঐক্যের সন্ধান করি,
জলবায়ু পরিবর্তন রোধে
গবেষণা আঁকড়ে ধরি।
ওজোন স্তর ক্ষয়ে যাচ্ছে
মেরুতে বরফ গলছে,
কার্বণ ডাই অক্সাইড সিএফসি
এলোমেলো করছে।
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে
ডুবে যাবে সভ্যতা,
ধ্বংসের সাক্ষি হয়ে থাকবে
ঐ নীল আকাশ ছাতা।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০