জলদস্যু বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে ফাঁসানোর অভিযোগ

ইউপি সদস্যকে অব্যাহতির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর ও মুন্সিগঞ্জে আলোচিত সমালোচিত অন্যতম দস্যু বাবলা ডাকাত। চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা এবং মতলবের ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু তিনি। সম্প্রতি ডাকাতের নিজ গ্রুপের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দে নিহত হন বাবলা ডাকাত। ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়।

এ মামলায় তাকে ষড়যন্ত্রমুলক ফাঁসানোর অভিযোগ তোলেন এলাকাবাসী। তারা মনে করেন কালীপুর কলেজের গভর্নিং বডির সদস্য ও গজারিয়া উপজেলার ইমামপুর ইউপি সদস্য জসিম উদ্দিন এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নন। নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে ৪ নভেম্বর সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এসময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুম সহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আমরা মনে এটা ষড়যন্ত্রমুলক।

বক্তারা আরও বলেন, এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই নয় যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবী জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই অব্যাহতি দিতে হবে।
সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী ও সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী (খোকন), শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।

এসময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বারকে অব্যাহতি চেয়ে বিভিন্ন  স্লোগান তুলে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ ব্যাপারে মুন্সিগঞ্জের গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় ইউপি সদস্য জসিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার তদন্ত চলছে, শেষ না হতে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে বুঝা যাবে কে কতটা জড়িত বা জড়িত আছি নাকি নেই।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম