চাঁদপুর : জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের বর্ষবরণ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি ছিলো ঘুড়ি উৎসব, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে বর্ণাঢ্য আয়োজনে স্টেডিয়াম থেকে বের হয় বর্ণাঢ্য শোভা যাত্রা। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে মনোরম পরিবেশে এ উৎসব গুলোর আয়োজন করা হয়। ঘুড়ি উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এছাড়াও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এরপরেই জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনের ঘুরতে আসা সাধারণ মানুষদের বৈশাখ উদযাপন আরও প্রানবন্ত করে তুলে। এরআগে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের একটি ঐতিহ্য তা চাঁদপরের মানুষ দেখিয়েছে।
ফম/এমএমএ/